অাকাশ জাতীয় ডেস্ক:
কুকুরকে মারধরের প্রতিবাদ করায় এক সাংবাদিককে পিটুনির ঘটনা ঘটেছে। আমিনুল ইসলাম মিঠু নামে ওই সংবাদকর্মী আহত হলেও পুলিশ এই ঘটনায় সাধারণ ডায়েরি নেয়নি।
মঙ্গলবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকায় দৈনিক জনকণ্ঠ অফিসের সামনে এই ঘটনা ঘটে। আহত মিঠু ইনডিপেনডেন্ট টেলিভিশনের কাজ করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।
মিঠু জানান, জনকণ্ঠ অফিসের সামনে এক চার পাঁচটি কুকুরকে খাওয়াচ্ছিলেন তিনি। এ সময়ে দুইটি মোটরসাইকেলে চারজন যুবক আসলে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। এ সময়ে ওই মোটরসাইকেল থেকে দুই যুবক নেমে হেলমেট দিয়ে কুকুরগুলোকে মারতে থাকেন।
মিঠু জানান, এই ঘটনার প্রতিবাদ করায় তাকে গুলি করার হুমকি দেন ওই দুই যুবক। পরে তারা কুকুরগুলোকে আরও মারতে থাকে।
মিঠু তাদেরকে বাধা দিলে তারা হেলমেটি দিয়ে তাকে মারতে থাকে। পরে স্থানীয় নিরাপত্তাকর্মীরা আসলে যুবক একটি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটি স্থানীয়দের হেফাজতে রয়েছে।
পরে আহত অবস্থায় উদ্ধার করে মিঠুকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার বিকালে এ বিষয়ে রমনা মডেল থানায় অভিযোগ করতে যান মিঠু। কিন্তু তার অভিযোগ নেয়নি পুলিশ। মিঠু জানান, যারা পিটিয়েছে তাদের নাম পরিচয় যোগাড় করে নিতে বলেছে পুলিশ। এটা করতে পারলেই অভিযোগ নেওয়া যাবে বলে জানিয়ছে তারা।
নাম-পরিচয় না দিতে পারলে কেন অভিযোগ নেয়া যাবে না, এ বিষয়ে জানতে এ ব্যাপারে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
পরে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিবুল্লাহর সঙ্গে কথা হয়। তিনি দৈনিক আকাশকে বলেন, ‘আমি আজকে রাত আটটার সময়ে দায়িত্ব নিয়েছি। তবে এ ধরনের কোন খবর আমার জানা নেই।’
আকাশ নিউজ ডেস্ক 
























