অাকাশ জাতীয় ডেস্ক:
রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনো এদেশের মাটিতে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়ায় এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। মন্ত্রী মঙ্গলবার শোকাবহ আগস্টের প্রথম দিন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে “শোকের পংক্তিমালা” নামে বিশ্ব কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি এসব কর্মকান্ডের কারণে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনদিন বাংলার ইতিহাস রচনা করা যায়নি যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টা যারাই করেছে তারাই আজ অস্তিত্ব সংকটে পড়ে দিশেহারা।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী রোজী এমপি, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমান, ব্যারিষ্টার আমিরুল উল ইসলাম, অধ্যাপিকা পান্না কায়সার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব কবি হেদায়েত উল্লাহ আল মামুন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















