ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : শফিকুল আলম

মিশিগানে গুলির ঘটনায় অভিযুক্ত ছাত্র গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় চত্বরে বাবা-মাকে গুলি করে হত্যার পর অভিযুক্ত ১৯ বছর বয়সি জেমস এরিক ডেভিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার সকালে সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ে তখন ক্লাস চলছিল। এসময় গুলির ঘটনায় ছাত্রছাত্রী-শিক্ষকরা ভেতরে আটকে পড়ে। দুপুর গড়িয়ে বিকাল অবধি ক্লাসরুম, ডরমেটরিতে আটকে থাকে অনেকে। আর গুলি করে তখন পালিয়ে যায় অভিযুক্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাতে ট্রেনে জেমস এরিক ডেভিসের ব্যবহারে সন্দেহ হলে পুলিশকে জানান এক যাত্রী। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা পর্ব মিটতে মিটতে শনিবার ভোর হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, জেমসের বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই মা-বাবাকে খুন করেছে জেমস।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, সকাল তখন সাড়ে ৮টা। মিশিগানের ওই কলেজ ক্যাম্পাসে হঠাৎই গুলির আওয়াজ। ভয়ে যে যেখানে পারেন, লুকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশ-কুকুর নিয়ে ঘটনাস্থলে আসেন গোয়েন্দারা। তল্লাশি শুরু হয় হেলিকপ্টারেও। বন্দুকবাজের খোঁজে গোটা শহরে ছড়িয়ে যায় পুলিশ। দুপুর তিনটে নাগাদ পুলিশই আটকে পড়া শিক্ষার্থীদের বের করে।

পুলিশ জানায়, জেমস ইলিনয়ের বাসিন্দা। কিন্তু মিশিগানে পড়াশোনা করত। ধরা পড়ার পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। তাদের সন্দেহ ছিল, অতিরিক্ত মাদকের ফলেই হয়তো এই কাজ করেছে সে। পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কী ধরনের বন্দুক ব্যবহার করেছিল জেমস, কোথা থেকেই বা সেটা পেয়েছিল, তা এখনও জানা যায়নি। ঠিক কী করণে সে মা-বাবাকে খুন করল, এখনও জানা যায়নি তা-ও। মিশিগানে বন্দুক সঙ্গে রাখা বৈধ, কিন্তু সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক রাখার অনুমতি নেই। কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে সে বন্দুক নিয়ে ঢুকল, তদন্ত করে দেখা হচ্ছে তা-ও।

প্রসঙ্গত, সম্প্রতি দেশটির ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়। এ ঘটনায় ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য ব্যাপক বিক্ষোভ করছে সাধরণ মার্কিনিরা। এমন সময়ই ফের বন্দুকধারীর গুলিতে নিহতের ঘটনা ঘটলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রহস্যময়ী ফেসবুক পোস্টে কাকে ইঙ্গিত করলেন ওমর সানী?

মিশিগানে গুলির ঘটনায় অভিযুক্ত ছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় চত্বরে বাবা-মাকে গুলি করে হত্যার পর অভিযুক্ত ১৯ বছর বয়সি জেমস এরিক ডেভিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার সকালে সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ে তখন ক্লাস চলছিল। এসময় গুলির ঘটনায় ছাত্রছাত্রী-শিক্ষকরা ভেতরে আটকে পড়ে। দুপুর গড়িয়ে বিকাল অবধি ক্লাসরুম, ডরমেটরিতে আটকে থাকে অনেকে। আর গুলি করে তখন পালিয়ে যায় অভিযুক্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাতে ট্রেনে জেমস এরিক ডেভিসের ব্যবহারে সন্দেহ হলে পুলিশকে জানান এক যাত্রী। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা পর্ব মিটতে মিটতে শনিবার ভোর হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, জেমসের বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই মা-বাবাকে খুন করেছে জেমস।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, সকাল তখন সাড়ে ৮টা। মিশিগানের ওই কলেজ ক্যাম্পাসে হঠাৎই গুলির আওয়াজ। ভয়ে যে যেখানে পারেন, লুকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশ-কুকুর নিয়ে ঘটনাস্থলে আসেন গোয়েন্দারা। তল্লাশি শুরু হয় হেলিকপ্টারেও। বন্দুকবাজের খোঁজে গোটা শহরে ছড়িয়ে যায় পুলিশ। দুপুর তিনটে নাগাদ পুলিশই আটকে পড়া শিক্ষার্থীদের বের করে।

পুলিশ জানায়, জেমস ইলিনয়ের বাসিন্দা। কিন্তু মিশিগানে পড়াশোনা করত। ধরা পড়ার পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। তাদের সন্দেহ ছিল, অতিরিক্ত মাদকের ফলেই হয়তো এই কাজ করেছে সে। পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কী ধরনের বন্দুক ব্যবহার করেছিল জেমস, কোথা থেকেই বা সেটা পেয়েছিল, তা এখনও জানা যায়নি। ঠিক কী করণে সে মা-বাবাকে খুন করল, এখনও জানা যায়নি তা-ও। মিশিগানে বন্দুক সঙ্গে রাখা বৈধ, কিন্তু সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক রাখার অনুমতি নেই। কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে সে বন্দুক নিয়ে ঢুকল, তদন্ত করে দেখা হচ্ছে তা-ও।

প্রসঙ্গত, সম্প্রতি দেশটির ফ্লোরিডায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হয়। এ ঘটনায় ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য ব্যাপক বিক্ষোভ করছে সাধরণ মার্কিনিরা। এমন সময়ই ফের বন্দুকধারীর গুলিতে নিহতের ঘটনা ঘটলো।