অাকাশ জাতীয় ডেস্ক:
অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এরপর সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত তিনহাজার শিক্ষার্থী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পরবর্তীতে সমাবেশ করে।
এর আধঘণ্টা পর তারা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে ফের মিছিল বের করা হয়। বিশাল বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ঘৃণ্য ঘটনার নিন্দা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান তারা।
এসময় ‘অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার’ বিচার দাবিতে বিভিন্ন রকম প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষুব্ধরা।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবে।
উল্লেখ্য, শনিবার বিকালে ইইই ফেস্টিভাল চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালায় দৃর্বৃত্তরা।
আকাশ নিউজ ডেস্ক 
























