আকাশ বিনোদন ডেস্ক:
তিনি এখন রীতিমতো ইন্টারন্যাশানাল সেলিব্রিটি। অভিনয়ের পাশাপাশি তার সেক্সি লুকও বেশীরভাগ সময় খবরের শিরোনামে আসে। কখনও সেটি সৃষ্টি করে বিতর্ক, কখনও বা কুড়ায় প্রশংসা। সব মিলিয়ে সবসময় চর্চিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইক ২০১৮-তে দেখা গেল তাকে নয়া লুকে। ট্রেন্ডি হেয়ারকাট এবং ন্যুড পিঙ্ক ক্নি হাইট ড্রেসে তাকে লাগছিল ব়্যাভেশিং। আউটফিটে ছিল প্লাস্টিক সিক্যোয়েন্সের কারুকার্য। কোমরে ম্যাচিং ওয়েস্ট বেল্ট, কানে সিলভার হুপ ইয়াররিং।
ফ্যাশন শো-তে প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন জুলিয়ানে মোরে, সালমা হায়াকের মতো হলিউড সুন্দরীরা। ৩৫ বছরের এই হট ডিভা দীর্ঘদিন বলিউড কাপিয়ে এখন পা রেখেছেন হলিউডে। সেখানেও তার ফ্যান ফলোয়িং বাড়ছে দিনে দিনে।
আকাশ নিউজ ডেস্ক 























