ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

কম দামে ভাল মোবাইল মানেই নকিয়া ১

আকাশ আইসিটি ডেস্ক: 

ফিনিশ কম্পানি এইচএমডি গ্লোবাল অবশেষে বের করলো তাদের প্রতীক্ষিত নকিয়া ১। এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখানো হয়েছে উচ্চমানের মেটেল বডির এই স্মার্টফোন। এটা খুব দামি ফোন নয়। কম দামের ফোন। কিন্তু বাজারের অন্যান্য কম দামি ফোনগুলোর সংজ্ঞা বদলে দেবে এটি।

এইচএমডি গ্লোবাল অন্যান্য কিছু কম্পানির সঙ্গে অ্যান্ড্রয়েড গো ফোনের প্রতিযোগিতায় নামছে। আগামী কয়েক মাসের মধ্যেই হাতের নাগালে পাবেন। সম্প্রতি মাইক্রোম্যাক্স ভারত গো এবং লাভা জেড৫০ অ্যান্ড্রয়েড গো নিয়ে বাজারে এসেছে। দুটো ফোনই প্রায় একইরকম দেখতে। বেশ রংচংয়ে মোবাইলটি মানুষের নজর কাড়বে।

নকিয়া ১ এর পেছনের কাভার বিভিন্ন রংয়ে বদলানো যাবে। একে বলা হচ্ছে এক্সপ্রেস-অন কভার্স। একটি সাদা প্লাস্টিকের লাইন ফোনের পেছনের রং বদলানোর অংশটিকে সামনের অংশ থেকে আলদা করেছে। এতে করে ফোনটি মাইক্রোসফটের লুমিয়ার মতো দ্বৈত চেহারা পেয়েছে।

সম্ভবত নকিয়া ১ আসবে উজ্জ্বল লাল, গাঢ় নীল ইত্যাদি রং নিয়ে আসবে। তবে ব্যাককভার পাবেন ধূসর, গোলাপি বা হলুদ রংয়ে।

হাতে আরামের সঙ্গে ধরবে ফোন। ব্যাটারি খোলা যাবে। আছে সিম এবং মাইক্রোএসডি স্লট। পর্দায় ৪.৫ ইঞ্চি পর্দা। এ ফোনে অনস্ক্রিন নেভিগেশন বাটন দিয়েছে নির্মাতা। পেছনে ৪ মেগাপিক্সেল ক্যামেরা। সামেন থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। র‍্যাম দেওয়া হয়েছে ১ জিবি। অভ্যন্তরে রয়েছে ৮ জিবি স্টোরেজ।

দাম বেশ কমই হবে। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৫ ডলার হবে বলে ধারণা দেওয়া হয়েছে।

সূত্র : গেজেটস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম দামে ভাল মোবাইল মানেই নকিয়া ১

আপডেট সময় ১০:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক: 

ফিনিশ কম্পানি এইচএমডি গ্লোবাল অবশেষে বের করলো তাদের প্রতীক্ষিত নকিয়া ১। এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখানো হয়েছে উচ্চমানের মেটেল বডির এই স্মার্টফোন। এটা খুব দামি ফোন নয়। কম দামের ফোন। কিন্তু বাজারের অন্যান্য কম দামি ফোনগুলোর সংজ্ঞা বদলে দেবে এটি।

এইচএমডি গ্লোবাল অন্যান্য কিছু কম্পানির সঙ্গে অ্যান্ড্রয়েড গো ফোনের প্রতিযোগিতায় নামছে। আগামী কয়েক মাসের মধ্যেই হাতের নাগালে পাবেন। সম্প্রতি মাইক্রোম্যাক্স ভারত গো এবং লাভা জেড৫০ অ্যান্ড্রয়েড গো নিয়ে বাজারে এসেছে। দুটো ফোনই প্রায় একইরকম দেখতে। বেশ রংচংয়ে মোবাইলটি মানুষের নজর কাড়বে।

নকিয়া ১ এর পেছনের কাভার বিভিন্ন রংয়ে বদলানো যাবে। একে বলা হচ্ছে এক্সপ্রেস-অন কভার্স। একটি সাদা প্লাস্টিকের লাইন ফোনের পেছনের রং বদলানোর অংশটিকে সামনের অংশ থেকে আলদা করেছে। এতে করে ফোনটি মাইক্রোসফটের লুমিয়ার মতো দ্বৈত চেহারা পেয়েছে।

সম্ভবত নকিয়া ১ আসবে উজ্জ্বল লাল, গাঢ় নীল ইত্যাদি রং নিয়ে আসবে। তবে ব্যাককভার পাবেন ধূসর, গোলাপি বা হলুদ রংয়ে।

হাতে আরামের সঙ্গে ধরবে ফোন। ব্যাটারি খোলা যাবে। আছে সিম এবং মাইক্রোএসডি স্লট। পর্দায় ৪.৫ ইঞ্চি পর্দা। এ ফোনে অনস্ক্রিন নেভিগেশন বাটন দিয়েছে নির্মাতা। পেছনে ৪ মেগাপিক্সেল ক্যামেরা। সামেন থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। র‍্যাম দেওয়া হয়েছে ১ জিবি। অভ্যন্তরে রয়েছে ৮ জিবি স্টোরেজ।

দাম বেশ কমই হবে। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৫ ডলার হবে বলে ধারণা দেওয়া হয়েছে।

সূত্র : গেজেটস