আকাশ বিনোদন ডেস্ক:
এই বসন্তে প্রেমের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন দক্ষিণের এক অভিনেত্রী। প্রেমিককে চোখ মেরে সবাইকে ফিরিয়ে দিয়েছিলেন ছেলেবেলার প্রেমে। রঙের উৎসবে যে তিনি আরও একবার মন ভরিয়ে দেবেন এতে অবাক হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই আবার ইন্টারনেটে স্বমহিমায় হাজির প্রিয়া প্রকাশ। প্রেমিকের গায়ে ছিটিয়ে দিলেন রঙ। মন ভরে গেল দর্শকদের।
হোলি উপলক্ষে প্রিয়া প্রকাশ ও আব্দুল রাহুল অভিনীত ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি বিশেষ টিজার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে আবীর খেলছেন তিনি। মুঠোয় আবীর নিয়ে ছুঁড়ে দিচ্ছে প্রেমিকের দিকে। তাঁর গায়ে রঙ মাখিয়ে দিচ্ছেন সহ অভিনেতা।
বন্ধুদের সঙ্গে হুড়োহুড়ি করে সেই রঙ মাখার ভিডিও দেখলে আবার আপনি ফিরে যাবেন স্কুল কিংবা কলেজ লাইফে।
আকাশ নিউজ ডেস্ক 






















