আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকওয়েলা।
অ্যাঞ্জেলো ম্যাথুজ না থাকায় দলটির অধিনায়ক করা হয়েছে দিনেশ চান্দিমালকে। সহ-অধিনায়ক করা হয়েছে সুরঙ্গা লাকমলকে। নিরোশান ডিকওয়েলা না থাকায় এই সিরিজে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে দেখা যেতে পারে কুসল পেরেরাকে।
সিরিজটি ৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৮ মার্চ। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুইবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বর অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে খেলবে।
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা স্কোয়াড:
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, জীভন মেন্ডিস, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, নুয়ান প্রদ্বীপ, দুশমান্থ চামিরা, ধনঞ্জয়া ডি সিলভা।
আকাশ নিউজ ডেস্ক 























