অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের লাহোরে একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ ক্যামেরায় ধারণ করা হচ্ছিল। এই সময় দুই সংবাদ উপস্থাপক জড়িয়ে পড়েন তর্কে। তাদের ঝগড়ার এই ভিডিও ফাঁস হয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
লাহোরে সিটি ফোরটি টু নামে একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক তারা দুজন। তাদের একজন অন্যজনের আচরণ নিয়ে টেলিভিশনের প্রডাকশন ক্রু’র কাছে অভিযোগও করেছেন।
ভিডিওতে পুরুষ উপস্থাপককে উর্দুতে বলতে শোনা যায়, ‘আমি কিভাবে এই নারীর সঙ্গে সংবাদ পাঠ করব। তিনি বলছেন আমার সঙ্গে কথা না বলতে।’
তখন নারী উপস্থাপক উত্তরে বলেন, ‘আপনি কোন ভাষায় আমার সঙ্গে কথা বলছেন। ভদ্রতার সঙ্গে কথা বলুন।’
তখন পুরুষ উপস্থাপক ধৈর্য হারিয়ে বলেন, ‘আমি কিভাবে আপনাকে অশ্রদ্ধা করলাম? কি বেয়াদবি করলাম? এই নারীকে বলো তার মুখ নিয়ন্ত্রণ করতে।’
ভিডিওটি কয়েকটি ভাষায় অনলাইনে ছড়িয়ে পড়েছে। লাখ লাখ দর্শক ভিডিওটি দেখেছে এবং শেয়ার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















