অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছয় কিশোর নিহত হয়েছে। এ ছাড়া এক কিশোর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। রোববার গভীর রাতে গাজিয়াবাদের পিলাখুয়ার সাদিকপুরায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরেরা এলোমেলোভাবে ট্রেন লাইন ধরে হাঁটছিল। তারা মোটামুটি অসতর্ক ছিল। এ সময়ে দ্রুতগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। ১৪ থেকে ১৬ বছর বয়সী এই কিশোরেরা দৈনিক মজুরি ভিত্তিতে রংমিস্ত্রি ও জোগালি হিসেবে কাজ করত। তারা পরস্পরের বন্ধু ছিল।
হায়দরাবাদে রঙের কাজ করতে যাওয়ার জন্য তারা গাজিয়াবাদ থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু ট্রেন ধরতে না পারায় মধ্যরাতের পর পিলাখুয়ার দিকে ফিরছিল।
তাদের মধ্যে বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ ও সেলিম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালের আইসিইউয়ে সংকটজনক অবস্থায় থাকা অপর কিশোরের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের সবার কানে এয়ারফোন ছিল। কথা বলা ও গান শোনায় মনোযোগ ছিল তাদের।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা প্রতিবাদে রেললাইন অবরোধ করে রাখেন। তাদের দাবি, রাতেরবেলায় চলাচলের জন্য সেখানে যথেষ্ট আলোর ব্যবস্থা রাখা হয়নি। এ রেললাইন ধরে লোকজন অহরহ চলাচল করেন। তারা এটিকে সংক্ষিপ্ত রাস্তা হিসেবে ব্যবহার করেন।
তারা বলেন, সেখানে কোনো সতর্কীকরণ ব্যবস্থা নেই। অথচ এ পথ দিয়ে বয়স্করা যেমন চলাফেরা করেন, তেমনি শিশুরাও স্কুলে যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























