ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

‘সাকিব না থাকলে অনেক সমস্যা হয়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজে বাংলাদেশের ছয় ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। দল নিয়ে এতবেশি পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগতিকদের ভরাডুবির অন্যতম কারণ মনে করছেন অনেকে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন কেন এত বেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কোনো ধরনের পরীক্ষা করিনি (একটু ক্ষেপেই বললেন)।

আমরা পারফরম্যান্স মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। এক সাকিব না থাকলেই অনেক সমস্যা হয়। সাকিবের অভাব পূরণ করতে দু’জন লাগে।’ তিনি বলেন, ‘যারা টি ২০ সিরিজে সুযোগ পেয়েছিল তারা সবাই খেলার যোগ্যতা রাখে। তারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। আমাদের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নতুনদের বেশি করে সুযোগ দেয়ার জায়গা নেই। কিন্তু টি ২০তে সেটা রয়েছে।’

অভিষেক হওয়া ক্রিকেটারদের কেউই তেমন ভালো কিছু করতে পারেননি। টিম ম্যানেজমেন্ট এ নিয়ে অনেক সমালোচনা শুনেছে। খালেদ মাহমুদ মনে করছেন, চাপের কারণে আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হচ্ছে। তিনি বলেন, ‘আরও কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া যেত কিন্তু চাপের কারণে হয়তো আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। নিদাহাস কাপে যেহেতু ভারত আছে, শ্রীলংকার মাটিতে খেলছি, তাই অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন হবে।’

এদিকে সর্বশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ বলেছিলেন, গণমাধ্যম নোংরা হয়ে গেছে। সেই তিনিই কাল ভুল স্বীকার করে বললেন, ক্রিকেটে গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, ‘গত সিরিজ নিয়ে আসলে অনেক কথা হয়েছে। আমি হয়তো তখন আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেছি। আমি আসলে কাউকে কষ্ট দেয়ার জন্য এসব বলিনি। বাংলাদেশের ক্রিকেটে অবশ্যই গণমাধ্যমের অবদান অনেক। আমি সেটা সবসময়ই স্বীকার করি। সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেয়ার জন্য মিডিয়ার অনেক অবদান রয়েছে।’

ক’দিন আগেই তিনি বলেছিলেন তার আর বাংলাদেশ ক্রিকেটে কাজ করার ইচ্ছা নেই। কিন্তু কাল বললেন, তিনি সবসময়ই লড়াই করতে পছন্দ করেন। যদি আপনাকে আবার দায়িত্ব দেয়া হয় তাহলে কী করবেন?

খালেদ মাহমুদ বলেন, ‘অনেকেই মনে করছেন ভালো কোচ ছিল না বলেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ভালো করেনি। হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে পারফরম্যান্সের বিষয়টা সেভাবে সামনে আসছে না। তবে এটা মানতেই হবে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’ শ্রীলংকার মাটিতে ত্রিদেশীয় টি ২০ সিরিজের দল নির্বাচনের জন্য শনিবার নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট। দল নির্বাচন হয়ে গেছে। এখন যেকোনো সময় বিসিবি নিদাহাস ট্রফির দল ঘোষণা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

‘সাকিব না থাকলে অনেক সমস্যা হয়’

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজে বাংলাদেশের ছয় ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। দল নিয়ে এতবেশি পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগতিকদের ভরাডুবির অন্যতম কারণ মনে করছেন অনেকে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন কেন এত বেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কোনো ধরনের পরীক্ষা করিনি (একটু ক্ষেপেই বললেন)।

আমরা পারফরম্যান্স মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। এক সাকিব না থাকলেই অনেক সমস্যা হয়। সাকিবের অভাব পূরণ করতে দু’জন লাগে।’ তিনি বলেন, ‘যারা টি ২০ সিরিজে সুযোগ পেয়েছিল তারা সবাই খেলার যোগ্যতা রাখে। তারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। আমাদের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নতুনদের বেশি করে সুযোগ দেয়ার জায়গা নেই। কিন্তু টি ২০তে সেটা রয়েছে।’

অভিষেক হওয়া ক্রিকেটারদের কেউই তেমন ভালো কিছু করতে পারেননি। টিম ম্যানেজমেন্ট এ নিয়ে অনেক সমালোচনা শুনেছে। খালেদ মাহমুদ মনে করছেন, চাপের কারণে আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হচ্ছে। তিনি বলেন, ‘আরও কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া যেত কিন্তু চাপের কারণে হয়তো আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। নিদাহাস কাপে যেহেতু ভারত আছে, শ্রীলংকার মাটিতে খেলছি, তাই অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন হবে।’

এদিকে সর্বশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ বলেছিলেন, গণমাধ্যম নোংরা হয়ে গেছে। সেই তিনিই কাল ভুল স্বীকার করে বললেন, ক্রিকেটে গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, ‘গত সিরিজ নিয়ে আসলে অনেক কথা হয়েছে। আমি হয়তো তখন আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেছি। আমি আসলে কাউকে কষ্ট দেয়ার জন্য এসব বলিনি। বাংলাদেশের ক্রিকেটে অবশ্যই গণমাধ্যমের অবদান অনেক। আমি সেটা সবসময়ই স্বীকার করি। সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেয়ার জন্য মিডিয়ার অনেক অবদান রয়েছে।’

ক’দিন আগেই তিনি বলেছিলেন তার আর বাংলাদেশ ক্রিকেটে কাজ করার ইচ্ছা নেই। কিন্তু কাল বললেন, তিনি সবসময়ই লড়াই করতে পছন্দ করেন। যদি আপনাকে আবার দায়িত্ব দেয়া হয় তাহলে কী করবেন?

খালেদ মাহমুদ বলেন, ‘অনেকেই মনে করছেন ভালো কোচ ছিল না বলেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ভালো করেনি। হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে পারফরম্যান্সের বিষয়টা সেভাবে সামনে আসছে না। তবে এটা মানতেই হবে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’ শ্রীলংকার মাটিতে ত্রিদেশীয় টি ২০ সিরিজের দল নির্বাচনের জন্য শনিবার নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট। দল নির্বাচন হয়ে গেছে। এখন যেকোনো সময় বিসিবি নিদাহাস ট্রফির দল ঘোষণা করবে।