অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় বস্তাবন্দি এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে মেয়েটির কোনো পরিচয় জানা যায়নি। রোববার ভোররাতে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে ফরেনসিক বিভাগের কাছে।
তিনি জানান, কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর।
কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রবিউল ইসলাম
আকাশ নিউজ ডেস্ক 

























