অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর সরকারি বাসা ত্যাগ করেছেন। রবিবার পরিবারের সদস্যদের নিয়ে পাঞ্জাবের মুরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
শুক্রবার পানামা পেপার্স সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার দুই দিনের মধ্যে স্ত্রী কুলসুম নওয়াজ, কন্যা মরিয়ম নওয়াজ ও মেয়েজামাই ক্যাপ্টেন সফদারকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করলেন তিনি।
শুক্রবার সর্বোচ্চ আদালতের রায়ের পরে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের কথা অবহিত করেন নওয়াজ। রবিবার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগের আগে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। মুরির উদ্দেশ্যে রওনা দেয়ার আগে নওয়াজ শরীফের সঙ্গে সাবেক অর্থমন্ত্রী ইশাক দার দেখা করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















