অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নেওয়াজ শরীফের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছোট ভাই শাহবাজ শরীফ এবং অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদ খান আব্বাসী। শনিবার দুইটি পৃথক সভা করে নওয়াজ শরীফ ও পিএমএল-এন নেতারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পাকিস্তানের ডেইলি ডন সূত্রে এ সংবাদ জানা যায়।
শহীদ খান আব্বাসী গতকাল শুক্রবার পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী ক্ষমতাগ্রহণের আগ পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।
এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
আকাশ নিউজ ডেস্ক 




















