ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরিফুল ইসলাম ওরফে লাল্টু নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় মারা যান শরিফুল ইসলাম।

তিনি নগরীর বহরমপুর এলাকার আহাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কথা বলার জন্য শরিফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে বহরমপুর মোড়ে নিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় লাল্টু মারা যান। নিহত শরিফুলের মুখ, বুক এবং হাতসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা তার ওপর হামলা চালিয়েছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি নিহতের স্বজনরা। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ তারা পাননি। পুলিশ খোঁজ নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরিফুল ইসলাম ওরফে লাল্টু নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় মারা যান শরিফুল ইসলাম।

তিনি নগরীর বহরমপুর এলাকার আহাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কথা বলার জন্য শরিফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে বহরমপুর মোড়ে নিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় লাল্টু মারা যান। নিহত শরিফুলের মুখ, বুক এবং হাতসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা তার ওপর হামলা চালিয়েছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি নিহতের স্বজনরা। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ তারা পাননি। পুলিশ খোঁজ নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করবে।