অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় বনরুপা এলাকার খাঁপাড়া রেললাইনে ওই নারীর মৃত্যু হয়।
তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. রবিউল্লাহ জানান, খিলক্ষেত বনরুপা এলাকার খাঁপাড়া রেললাইন দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে হলুদ ও গোলাপি রঙের জামা ছিল। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























