অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বকাবকি করায় মায়ের উপর অভিমান করে স্বর্না খাতুন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার ভোর ৪টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
স্বর্না উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের আবদুল আজিজের মেয়ে ও একই ইউনিয়নের বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল সালাম জানান, বৃহস্পতিবার রাতে মা তুচ্ছ বিষয়ে স্বর্না খাতুনকে বকাঝকা করলে সে বিষ খায়। পরে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধিন অবস্থায় রোববার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















