অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচরে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্পানে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শাকিল (২৫)। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত শাকিলের বাবার নাম নূরুল ইসলাম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পরিবার নিয়ে পুরান ঢাকার লালবাগের আজিমপুর বটতলা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।
মৃত শাকিলের বড় ভাই জামাল বলেন, গত বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীচরে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে মদ্পান করে শাকিল। পরে গুরুতর অসুস্থ হলে বন্ধুরা তাকে ইউনি হেলথ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুপুর একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























