অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে দুই দফা হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আইরিন সুলতানা, ফজলে রাব্বী, কাউসার রিজু, ধীমান চাকমা ও প্রত্যয় নাফাক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে এদিন তারা চবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
হামলার বিষয়টিকে অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন, প্রগতিশীল ছাত্রজোটের মিছিল থেকে সরকার বিরোধী ও উস্কানিমূলক শ্লোগান আসছিল, সেটির প্রতিবাদ জানাতে গেলে তাদের সাথে ঝামেলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন চাকমা বলেন, একেবারে শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে কথা বলছি এবং সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়েছি।
প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করেছেন তাদের মিছিলে ছাত্রলীগ নেতা ফারুখ, মিজানুর রহমান মিজান, তৌহিদুল ইসলাম জিমেল, নিশাদ, জুয়েলসহ বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান মিজান বলেন, প্রগতিশীল জোটের নেতাকর্মীরা উস্কানিমূলক শ্লোগান দিচ্ছিল, ছাত্রলীগের নেতারা তাদের প্রতিহত করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা করার অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছি।
আকাশ নিউজ ডেস্ক 

























