অাকাশ জাতীয় ডেস্ক:
তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার ও ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
বুধবার এক সরকারী তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, খসড়া তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রকাশিত তথ্যে কোনো ত্রুটি, বিচ্যুতি থাকলে তা প্রমাণকসহ আগামী ১৫ দিনের মধ্যে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 










