ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসারদের নিয়ে নিরাপদ দেশ গড়েছি: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসারদের নিয়ে জঙ্গিবাদ থেকে দেশ বাঁচানোর কারণে বাংলাদেশ একটি নিরাপদ দেশ হিসেবে আজ বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। এটাই পুলিশের সক্ষমতা। রোববার বিকালে শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পুলিশ প্রধান বলেন, আমি যখন ২০১৫ সালে দায়িত্ব পাই তখন ৩ মাসে পেট্রল সন্ত্রাস রাজনৈতিক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। শিশু শ্রমিক পুড়িয়ে মেরেছে। তাদের গ্রেফতার করে আন্দোলন দমন করেছি। তিনি বলেন, আন্দোলনের নামে যারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারার হুকুম দেয়, পরিকল্পনা করে কাউকে জিজ্ঞেস না করে রুই কাতলাদের গ্রেফতার করে তাদের মনোবল ভেঙে দিয়েছি।

আইজিপি আরও বলেন, যুদ্ধাপরাধীদের ধরে ফেলেছি কারও সঙ্গে আলাপ করিনি। ভুল হোক আর শুদ্ধ হোক পরের ব্যাপার। তখন যদি তাদের গ্রেফতার না করা হতো-পরে আর তাদের গ্রেফতার করা যেত না। তারা চলে যেত দেশের বাইরে। পরবর্তী সময়ে তাদের ফাঁসি দেয়া হয়েছে। তা না হলে তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করত।

তিনি বলেন, হলি আর্টিজান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরে আমি পুলিশের কিছু চৌকস কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠন করে জঙ্গিদের নেটওয়ার্ক সন্ধান করে কমপক্ষে ৪০টি অভিযান করে জঙ্গিদের গ্রেফতার করে জঙ্গি দমন করেছি। অনেক স্থানে তাদের আত্মীয়স্বজনদের আটক করে তাদের দিয়ে ফোন করে জঙ্গিদের আত্মসমর্পণ করানো হয়েছে। এর ফলে জঙ্গিদের আস্তানা ভেঙে গেছে।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, গোসাআরহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক আলাউদ্দিন হাওলাদার।

এর আগে আইজিপি চিকন্দি পুলিশ ফাঁড়ি, পুলিশের নড়িয়া সার্কেল অফিস, গোসাইরহাটের হাটুরিয়া পুলিশ ফাঁড়ি, পুলিশ অফিসার্স মেস ও মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসারদের নিয়ে নিরাপদ দেশ গড়েছি: আইজিপি

আপডেট সময় ০৯:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসারদের নিয়ে জঙ্গিবাদ থেকে দেশ বাঁচানোর কারণে বাংলাদেশ একটি নিরাপদ দেশ হিসেবে আজ বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। এটাই পুলিশের সক্ষমতা। রোববার বিকালে শরীয়তপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পুলিশ প্রধান বলেন, আমি যখন ২০১৫ সালে দায়িত্ব পাই তখন ৩ মাসে পেট্রল সন্ত্রাস রাজনৈতিক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। শিশু শ্রমিক পুড়িয়ে মেরেছে। তাদের গ্রেফতার করে আন্দোলন দমন করেছি। তিনি বলেন, আন্দোলনের নামে যারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারার হুকুম দেয়, পরিকল্পনা করে কাউকে জিজ্ঞেস না করে রুই কাতলাদের গ্রেফতার করে তাদের মনোবল ভেঙে দিয়েছি।

আইজিপি আরও বলেন, যুদ্ধাপরাধীদের ধরে ফেলেছি কারও সঙ্গে আলাপ করিনি। ভুল হোক আর শুদ্ধ হোক পরের ব্যাপার। তখন যদি তাদের গ্রেফতার না করা হতো-পরে আর তাদের গ্রেফতার করা যেত না। তারা চলে যেত দেশের বাইরে। পরবর্তী সময়ে তাদের ফাঁসি দেয়া হয়েছে। তা না হলে তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করত।

তিনি বলেন, হলি আর্টিজান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পরে আমি পুলিশের কিছু চৌকস কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠন করে জঙ্গিদের নেটওয়ার্ক সন্ধান করে কমপক্ষে ৪০টি অভিযান করে জঙ্গিদের গ্রেফতার করে জঙ্গি দমন করেছি। অনেক স্থানে তাদের আত্মীয়স্বজনদের আটক করে তাদের দিয়ে ফোন করে জঙ্গিদের আত্মসমর্পণ করানো হয়েছে। এর ফলে জঙ্গিদের আস্তানা ভেঙে গেছে।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, গোসাআরহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক আলাউদ্দিন হাওলাদার।

এর আগে আইজিপি চিকন্দি পুলিশ ফাঁড়ি, পুলিশের নড়িয়া সার্কেল অফিস, গোসাইরহাটের হাটুরিয়া পুলিশ ফাঁড়ি, পুলিশ অফিসার্স মেস ও মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন।