অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ৪ হামলাকারী কাবুলের অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এসময় হোটেলটিতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
হামলাকারীরা এ সময় অনেককে জিম্মি করে রেখে হোটেলটির কয়েকটি ফ্লোরে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর লোকজন হোটেলটি ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে। বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























