অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে বাসচাপায় বিলাসী বেগম (৬৫) ও মর্জিনা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বৌ-শাশুড়ি বলে জানা গেছে। শনিবার সন্ধ্যার দিকে মহেড়া পুলিশ ট্রেইনিং সেন্টার সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মির্জাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানায়, পথচারী ওই দুই চারী নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মির্জাপুর থানা হেফাজতে রাখে। ঘাতক গাড়িটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান এ কর্মকর্তা।
মির্জাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা সম্পর্কে বৌ-শাশুড়ি। তাদের বাড়ি জামুর্কী গ্রামে। স্বজনদের জানানো হয়েছে। তারা এলেই পরিচয় ও বিস্তারিত জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























