অাকাশ জাতীয় ডেস্ক:
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝীরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম (৩৬) উপজেলার নওগা গ্রামের ইদ্রিস ঢালীর স্ত্রী।
পরিবার জানায়, নিহত নাসরিন শ্বশুরবাড়ি থেকে তার দুই ছেলেসহ একটি অটোরিকশাযোগে তার বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে নড়িয়া উপজেলা শহরের রুপসী বাংলা সমিতির কার্যালয়ের সামনে নিজের গায়ের ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























