অাকাশ জাতীয় ডেস্ক:
রকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমি বলেছি জিপি (গভর্নমেন্ট প্রসিকিউটর), পিপির (পাবলিক প্রসিকিউটর) ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হবে। তবে এটা পর্যায়ক্রমে করা হবে। এজন্য যে নিয়োগ দেয়া হবে তার দায়িত্বটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেয়া যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে।