অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে একটি ডোবা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমি সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন একটি কালভার্টের নিচে ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।
আকাশ নিউজ ডেস্ক 






















