ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

ঘুষখোররা মনোনয়ন পাবেন না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

যারা মানুষের কাছ থেকে কাজ করে দেয়ার বিনিময়ে ঘুষ খায় তাদেরকে নির্বাচনে মনোনয়ন না দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলে শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণে গিয়ে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতা এই ঘোষণা দেন।

কাদের বলেন, ‘যেসব ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগে টাকা নেয়, পুলিশ কনস্টবল নিয়োগে গরিব লোকদের নিকট টাকা খায় তাদের মনোনয়ন দেওয়া হবে না।’ যারা চাঁদাবাজদের প্রশ্রয় দেন, যাদের ভাই ভাতিজা চাঁদাবাজি করে তারাও মনোনয়ন পাবেন না। প্রধানমন্ত্রীর নিকট অনেক তাদের এসিআর জমা হচ্ছে।

নেতাদেরকে কেবল নিজে সৎ হলে চলবে না, তার আশেপাশের এবং স্বজনদেরও ওপরও নজর রাখতে হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। বলেন, ‘অনেক নেতা সৎ। কিন্তু নেতার ভাই, ভাতিজা চাঁদাবাজি করেন। এতে কিন্তু তারই বদনাম হয়। কাজেই তিনি নিজে সৎ লোক হলে চলবে না। নেতার আশেপাশের লোকজনকেও সৎ হতে হবে।’

জনগণকে ভালোবাসলে, তাদের জন্য কাজ করলে জনগণও তা মনে রাখে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলা গানের প্রখ্যাত শিল্পী মান্না দের একটি গানের সঙ্গে মিল রেখে এ সময় তিনি সুরে সুরে বলেন, ‘ফুলের মালা শুকিয়ে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, বিলবোর্ডের ছবি মুছে যাবে, গেটের ছবি ভেঙে যাবে, কাগজের ছবি ছিড়ে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখ নাম, সে নাম রয়ে যাবে।’

আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটে আসা তাদের অধিকার। নির্বাচন কারো দয়ার দান নয়, সরকারের দয়ার দান নয়, বিএনপি নিবন্ধিত দল হিসেবে তাদের গণতান্ত্রিক অধিকার। সেটা আয়োজন করবে নির্বাচন কমিশন। কাজেই আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানাতে হবে।

সংবিধানে থাকা বিধান অনুযায়ী ভোট হবে জানিয়ে বিএনপির অবস্থান বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন কাদের। বলেন, ‘খালেদা জিয়া কখনও নিরপেক্ষ সরকার, কখনও তত্বাবধায়ক সরকার, আবার কখনও সহায়ক সরকার চান। আসলে কোন সরকার চান তিনি নিজেই জানেন না।’

বিএনপির আন্দোলনের হুমকি আওয়ামী লীগ গায়ে মাখে না জানিয়ে কাদের বলেন, ‘নয়াপল্টন অফিসে বসে একজন মিথ্যা বলেন আর মির্জা ফখরুল বলেন বাইরে। বেগম জিয়া আন্দোলনের ডাক দিয়ে টেমস নদীর তীরে হাওয়া বদল করেন। দেশের বাইরে চলে গেলে আন্দোলন করবে কে?’।

এ সময় দুঃস্থদের মধ্যে পাঁচ হাজার কম্বল ও নগদ ১০ লাখ টাকা বিতরণ করেন কাদের। বলেন, বিপন্ন মানুষের পাশে শেখ হাসিনা সব সময় আছেন, থাকবেন।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চোধুরী, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা কাদেরের কাছে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি জানান। তখন তিনি ২০১৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারলে এ বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজার চাহিদার ভিত্তিতেই বিমানের বোয়িং কেনা: সিইও

ঘুষখোররা মনোনয়ন পাবেন না: কাদের

আপডেট সময় ১১:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

যারা মানুষের কাছ থেকে কাজ করে দেয়ার বিনিময়ে ঘুষ খায় তাদেরকে নির্বাচনে মনোনয়ন না দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলে শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণে গিয়ে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতা এই ঘোষণা দেন।

কাদের বলেন, ‘যেসব ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগে টাকা নেয়, পুলিশ কনস্টবল নিয়োগে গরিব লোকদের নিকট টাকা খায় তাদের মনোনয়ন দেওয়া হবে না।’ যারা চাঁদাবাজদের প্রশ্রয় দেন, যাদের ভাই ভাতিজা চাঁদাবাজি করে তারাও মনোনয়ন পাবেন না। প্রধানমন্ত্রীর নিকট অনেক তাদের এসিআর জমা হচ্ছে।

নেতাদেরকে কেবল নিজে সৎ হলে চলবে না, তার আশেপাশের এবং স্বজনদেরও ওপরও নজর রাখতে হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। বলেন, ‘অনেক নেতা সৎ। কিন্তু নেতার ভাই, ভাতিজা চাঁদাবাজি করেন। এতে কিন্তু তারই বদনাম হয়। কাজেই তিনি নিজে সৎ লোক হলে চলবে না। নেতার আশেপাশের লোকজনকেও সৎ হতে হবে।’

জনগণকে ভালোবাসলে, তাদের জন্য কাজ করলে জনগণও তা মনে রাখে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলা গানের প্রখ্যাত শিল্পী মান্না দের একটি গানের সঙ্গে মিল রেখে এ সময় তিনি সুরে সুরে বলেন, ‘ফুলের মালা শুকিয়ে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, বিলবোর্ডের ছবি মুছে যাবে, গেটের ছবি ভেঙে যাবে, কাগজের ছবি ছিড়ে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখ নাম, সে নাম রয়ে যাবে।’

আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভোটে আসা তাদের অধিকার। নির্বাচন কারো দয়ার দান নয়, সরকারের দয়ার দান নয়, বিএনপি নিবন্ধিত দল হিসেবে তাদের গণতান্ত্রিক অধিকার। সেটা আয়োজন করবে নির্বাচন কমিশন। কাজেই আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানাতে হবে।

সংবিধানে থাকা বিধান অনুযায়ী ভোট হবে জানিয়ে বিএনপির অবস্থান বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন কাদের। বলেন, ‘খালেদা জিয়া কখনও নিরপেক্ষ সরকার, কখনও তত্বাবধায়ক সরকার, আবার কখনও সহায়ক সরকার চান। আসলে কোন সরকার চান তিনি নিজেই জানেন না।’

বিএনপির আন্দোলনের হুমকি আওয়ামী লীগ গায়ে মাখে না জানিয়ে কাদের বলেন, ‘নয়াপল্টন অফিসে বসে একজন মিথ্যা বলেন আর মির্জা ফখরুল বলেন বাইরে। বেগম জিয়া আন্দোলনের ডাক দিয়ে টেমস নদীর তীরে হাওয়া বদল করেন। দেশের বাইরে চলে গেলে আন্দোলন করবে কে?’।

এ সময় দুঃস্থদের মধ্যে পাঁচ হাজার কম্বল ও নগদ ১০ লাখ টাকা বিতরণ করেন কাদের। বলেন, বিপন্ন মানুষের পাশে শেখ হাসিনা সব সময় আছেন, থাকবেন।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চোধুরী, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা কাদেরের কাছে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর দাবি জানান। তখন তিনি ২০১৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারলে এ বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।