অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ছোট্ট সাদা ইঁদুরটাই ছিল মেয়েটির একেবারের কাছের বন্ধু। হঠাৎ করে মারা যায় এই ইঁদুরটি। তারপর থেকে মন খারাপ করেই থাকতো ক্লাস সেভেনের ছাত্রী দিব্যার্ষি রাঠোর। এরপর গত শনিবার রাতে ভারতের ভোপালের সুরভি নগরের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার দেহ।
অযোধ্যানগর থানার পুলিস আধিকারিক বলজিৎ সিং জানিয়েছেন, মাস খানেক আগেই দিব্যার্ষির পোষ্য কুকুর মারা গিয়েছিল। সেই শোক ভুলতে মেয়েটির বাবা তার একটি সাদা ইঁদুরকে এনে দেন। সেই সাদা ইঁদুরটিকে নিয়েই সারাদিন সময় কাটাতো দিব্যার্ষির। কিন্তু ইঁদুরটি শুক্রবার মারা যায়। তারপর থেকে সে মানসিক অবসাদে ভুগছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইঁদুর মারা যাওয়ার পরে তাকে কবর দিয়ে সোজা নিজের ঘরে চলে যায় এই কিশোরী। ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলন দিব্যার্ষি। মা অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভাঙেন। ততক্ষণে মৃত্যু হয়েছে দিব্যার্ষির। গলায় ওড়নায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























