অাকাশ জাতীয় ডেস্ক:
নবীগঞ্জে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহত জাকারিয়া চৌধুরী (২৪) নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত খিজিরুল ইসলাম চৌধুরী ছেলে।
নিহতের বড় ভাই এম মুজিবুর রহমান জানান, জাকারিয়া রাতে নবীগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 






















