অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকালে ওই গ্রামের খালের মধ্যে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাতের কোন এক সময় তাকে পিটিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
আকাশ নিউজ ডেস্ক 






















