অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার দুপুর ২টার দিকে পানিতে ডুবে রায়হান নামে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামের কবির উদ্দিনের শিশু পুত্র রায়হানকে বাড়ির উঠানে বসিয়ে রেখে তার মা বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। এক ফাঁকে মায়ের অজান্তে শিশু রায়হান হামাগুঁড়ি দিয়ে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রায়হানকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















