অাকাশ জাতীয় ডেস্ক:
গুলিস্তানের পাতাল মার্কেটে আগুন লেগেছে। তবে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান।
আতাউর রহমান বলেন, গুলিস্তানের পাতাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আমাদের সাতটি ইউনিট কাজ করছে। আগুন এখন অনেকট নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
প্রতক্ষ্যদর্শী পাতাল মার্কেটের কর্মচারি সোহেল জানান, শুক্রবার বিকাল তিনটার দিকে হঠাৎ আগুন লেগে যায়, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আকাশ নিউজ ডেস্ক 

























