অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রামপুরা থানার মহনগর প্রজেক্ট এলাকার একটি বাড়িতে বলাক (৩৪) নামে এক নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মৃত বলাক পূর্ব রামপুরা মহানগর প্রজেক্টের বি ব্লকের তিন নম্বর সড়কের ৬১ নম্বর বাড়ির শফিকুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। বুধবার দিবাগত রাত একটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রমনা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কীভাবে বলাকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























