অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পুরো যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জনের দাবি করে বলেছেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার বোতামটি তার ডেস্কেই রয়েছে। টেলিভিশনে জাতিকে দেওয়া নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা রাখে তার দেশ। পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমানবিক বোমার আওতায়, এটা বাস্তবতা, হুমকি নয়। ইসরায়েল ন্যাশনাল নিউজ।
কিম বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা পারমানবিক হুমকির প্রেক্ষিতেই নিজেদের পারমানবিক সক্ষমতা অর্জন করেছি। কিন্তু উত্তর কোরিয়া শান্তির পক্ষপাতি হিসেবে একটি পারমানবিক শক্তিময় জাতি। দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন দেখা দিলে পারমানবিক অস্ত্র ব্যবহার করা হবে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্রমাগত পারমানবিক অস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছে। সর্বশেষ আন্ত:মহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হাসং-১৫ পরীক্ষা চালায় দেশটি। যা ১৩ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে উত্তর কোরিয়া।
আকাশ নিউজ ডেস্ক 



















