অাকাশ জাতীয় ডেস্ক:
দশম সংসদ নির্বাচনের আগে দেশে যেভাবে নাশকতা হয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এমনটি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, কেউ নির্বাচন ব্যাহত করতে চাইলে আইনের মাধ্যমে জবাব পাবে।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে পৌর এলাকায় তালতলা গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলার তালতলা, গুরিয়ারূপ, আড়াইবাড়ি, গুরুহিত, মরাপুকুর পাড়, কাঞ্চনমুগি, শীতলাপাড়া, কৃষ্ণপুর, মাইজখার-বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।
আইনমন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে আমরা আবার ক্ষমতায় আসব। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে। কাউকে গণ্ডগোল করতেও দেয়া হবে না।’
সুরেন্দ্র কুমার সিনহা দুর্নীতির অভিযোগের কারণেই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে থাকা ১১টি অভিযোগের প্রেক্ষিতে অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে না চাওয়াতেই তিনি পদত্যাগ করেছেন।’
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়ে গেছেন। ১৯৭৫ সাল থেকে এ সংবিধান নিয়ে ফুটবল খেলা শুরু হয়। আমি বলেছিলাম সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। আর এই কথা শুনেই তিনি (এস সে সিনহা) গোসসা হয়ে যান।’
কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আব্দুল ওয়ারিদ, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 




















