অাকাশ জাতীয় ডেস্ক:
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমি শুধু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি না। আমি সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করি। ১৯৭২ সালে আমি মাদারীপুরের সুইপার অর্থাৎ হরিজন সমিতির সভাপতি ছিলাম। এখনও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছি। ’ আজ রবিবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে কী কী করণীয় আমাকে বলবেন। আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার করব। আমি শ্রমিকদের নিয়েও কাজ করি। শাজাহান খান বলেন, ২০১৩ সালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর নির্দেশে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে সমাবেশ করেছি। এরপর থেকে আর কোনো গার্মেন্টেসে জ্বালাও-পোড়াও হয়নি।
তিনি বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য নানা ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিজের সন্তান হিসেবে মনে করে। এরই মধ্যে প্রতি মাসে ৭০০ টাকা করে ৮ লাখ ২৫ হাজার প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছেন। নৌমন্ত্রী বলেন, প্রতি মাসে ৮০ হাজার ৫০০ থেকে ১২০০ উপবৃত্তি, ১২০টি সেবা কেন্দ্র চালু করে প্রতিবন্ধীদের সেবা দেওয়া হচ্ছে, ৩২টি মোবাইল থেরাপির ভ্যানের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হচ্ছে।
শ্রমিক নেতা শাজাহান খান বলেন, সরকার প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় ইতোমধ্যে দুটি আইন পাস করেছেন। একটি হলো প্রতিবন্ধী কল্যাণ ও সুরক্ষা ট্রাস্ট আইন এবং অন্যটি হলো নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা আইন।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মহাসচিব সেলিনা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মেজর (অব.) ইয়াদ আলী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার, আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব স্বপন চকিদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাইট সেভারসের কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম, মোতাহার হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 










