অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসুল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার। বাদ জুমা তাদের জানাজা আদায় করা হয়।
ইজতেমার মুরুব্বিদের দাবি, উভয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরাও স্বাভাবিক মৃত্যু হিসেবে স্বীকার করেছেন। তবে উপস্থিতি মুসুল্লিরা জানান, প্রচণ্ড শীতের কারণেই উভয়ের মৃত্যু হতে পারে।
টাঙ্গাইল জেলা তাবলিগের আমির মাওলানা আব্দুল হাই বলেন, উভয়ের মৃত্যুই স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ-জুমা জানাজা শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























