ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সলমন খানকে!

আকাশ বিনোদন ডেস্ক:

গত কয়েক বছর ধরে চিত্রটা একই রকম। ইদের দিন মুক্তি পাচ্ছে সলমন খান, জিৎ ও দেবের ছবি। সলমনের ছবি সারা ভারতের সিনেমা হলে মুক্তি পায়। ব্লকবাস্টার হিটও হয়। আর এদিকে বাংলায় দেব আর জিতের মধ্যে চলে প্রবল যুদ্ধ, বাজার দখলের।

কখনও দেব জেতেন, কখনও জিৎ।

এ বছর কিন্তু খেলাটা বদলাচ্ছে। এই প্রথম ছ’টি ভারতীয় ভাষায়  মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। রিলিজের বাকি মাত্র দু’দিন। অ্যাডভান্স বুকিংয়েই তার স্পষ্ট প্রতিফলন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেবের ছবির টিকিট। একই চিত্র অনলাইনেও। অন্যান্য ভাষায় ডাবিং হওয়ার জন্যেই ‘আমাজন অভিযান’ দেখতে ভিড় করছেন ভিন্ন ভাষাভাষী দর্শকও। এঁদের মধ্যে অনেকেই আগে কখনও দেবের ছবি দেখেননি।

বাজার দখলের ময়দানে যে সলমন খানের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন দেব, সেটার আঁচ পাচ্ছে বলিউডও। প্রথম তিন দিনের পর ওয়র্ড অফ মাউথ পাবলিসিটির উপরও ভরসা রাখছেন প্রযোজক। কারণ, এই ব্যাপারে সফল হলে সত্যিই স্বপ্নপূরণের রাস্তায় হাঁটতে পারবেন দেব। হাঁটবে বাংলা ছবিও।

আপাতত দেখে নেওয়া যাক ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘আমাজন অভিযান’ ছবির ট্রেলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল

ঘুরে যাচ্ছে ভাগ্যের চাকা, দেব কি এবার টপকে যাবেন সলমন খানকে!

আপডেট সময় ১২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

গত কয়েক বছর ধরে চিত্রটা একই রকম। ইদের দিন মুক্তি পাচ্ছে সলমন খান, জিৎ ও দেবের ছবি। সলমনের ছবি সারা ভারতের সিনেমা হলে মুক্তি পায়। ব্লকবাস্টার হিটও হয়। আর এদিকে বাংলায় দেব আর জিতের মধ্যে চলে প্রবল যুদ্ধ, বাজার দখলের।

কখনও দেব জেতেন, কখনও জিৎ।

এ বছর কিন্তু খেলাটা বদলাচ্ছে। এই প্রথম ছ’টি ভারতীয় ভাষায়  মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। রিলিজের বাকি মাত্র দু’দিন। অ্যাডভান্স বুকিংয়েই তার স্পষ্ট প্রতিফলন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেবের ছবির টিকিট। একই চিত্র অনলাইনেও। অন্যান্য ভাষায় ডাবিং হওয়ার জন্যেই ‘আমাজন অভিযান’ দেখতে ভিড় করছেন ভিন্ন ভাষাভাষী দর্শকও। এঁদের মধ্যে অনেকেই আগে কখনও দেবের ছবি দেখেননি।

বাজার দখলের ময়দানে যে সলমন খানের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন দেব, সেটার আঁচ পাচ্ছে বলিউডও। প্রথম তিন দিনের পর ওয়র্ড অফ মাউথ পাবলিসিটির উপরও ভরসা রাখছেন প্রযোজক। কারণ, এই ব্যাপারে সফল হলে সত্যিই স্বপ্নপূরণের রাস্তায় হাঁটতে পারবেন দেব। হাঁটবে বাংলা ছবিও।

আপাতত দেখে নেওয়া যাক ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘আমাজন অভিযান’ ছবির ট্রেলার।