অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আদালত অবমাননার দায়ে ছয় মাস কারাদণ্ড ভোগের পর বুধবার কারাগার থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। এই ছয় মাস তিনি কলকাতার প্রেসিডেন্সি কারাগারে ছিলেন। আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিতর্কিত কার্যকলাপের কারণে অনেক বারই শিরোনামে এসেছেন বিচারপতি কারনান। দেশের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের মোট আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করেন বিচারপতি কারনান। এরপরই শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছয় মাসের কারাদণ্ড হয়। কোনও কর্মরত বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা কারাদণ্ডের নির্দেশ দেশে এটাই প্রথম।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।
অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেপ্তার করতে শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) রাজ কানোজিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই দল চেন্নাই হয়ে তার খোঁজে কোয়ম্বত্তূর পৌঁছয়। ২০ জুন কোয়ম্বত্তূর থেকেই গ্রেপ্তার হন কারনান। এরপর তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। ছয় মাসের সাজার মেয়াদ শেষ হওয়ার পর আজ ছাড়া পেলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























