ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

বলিউডের নায়িকা হচ্ছেন মিঠুনের পালিত মেয়ে দিশানি

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর তিন ছেলে এবং এক মেয়ে। ওই মেয়ের নাম দিশানি। যাকে মিঠুন কলকাতা থেকে দত্তক নিয়েছিলেন। যখন মিঠুন দিশানিকে দত্তক নিয়েছিলেন, তখন একেবারেই কোলের শিশু ছিল দিশানি। এরপর তাকে পরম স্নেহে আপন করে বড় করেছেন মিঠুন। আর এখন সেই দিশানিই রীতিমতো বলিউড কাঁপাতে তৈরি হচ্ছেন।

এমনটাই জানাচ্ছে কলকাতার একটি সংবাদ মাধ্যম। সেখানে বলা হয়েছে, ছোট্ট দিশানি এখন অনেক বড় হয়ে গেছে। স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দিশানির ত্রিশ হাজারের বেশি ফলোয়ার। ছোট থেকে সেভাবে লাইমলাইটে না থাকলেও বর্ডারলাইন দিয়েই ঘোরাফেরা করছিলেন তিনি। আর সদ্য যৌবনে পা দিয়েই এবার সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে মরিয়া দিশানি। রক্তে যখন অভিনয় তখন তিনি বলিউডের আগামীর লম্বা রেসের ঘোড়া হতে পারেন দিশানি।

ছোটবেলা থেকেই মিঠুনের পরিবারে আসার পর থেকেই দিশানি সবার প্রিয় হয়ে উঠেছেন। মিষ্টি হাসির দিশানি সকলের মন জয় করে নিয়েছেন। মেয়েরা এমনিতেই একটু বাবা আদরের হয়। আর দিশানিকে তো মিঠুন নিয়ে এসেছেন। ফলে তিনি যে ছোট থেকেই বাবার আদরের হবেন তা বলার অপেক্ষা রাখে না।

তিন দাদার সঙ্গেই দিশানির দারুণ সম্পর্ক। দাদারা দিশানিকে সবসময় আগলে রেখে বড় করেছেন। বাবা বাদে দিশানির সমস্ত আবদার দাদাদের কাছেই ছিল। আর তিনজনেই বোনের আবদার পূরণ করেছেন। দিশানি যেহেতু অভিনয়কেই পেশা করতে চান, তাই প্রস্তুতি নিতে এখন তিনি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন। মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ার সুবাদে বলিউডেও ভালো পরিচিতি রয়েছে দিশানির।

ছোট থেকেই বাবার হাত ধরে শুটিং স্পটে পৌঁছে যেতেন দিশানি। ফলে বড় তারকাদের সবার সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে। শিগগির বলিউডের নায়িকা হচ্ছেন দিশানি। কবে, কীভাবে তা এখনও স্পষ্ট নয়। তবে সব ছোটবড় বিভিন্ন পার্টিতে তাকে নিয়ে যাচ্ছেন বাবা মিঠুন চক্রবর্তী। ফলে দিশানিকে বড় ব্যানারের প্রযোজকরা যে নিতে রাজি হবেন তা বলাই যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

বলিউডের নায়িকা হচ্ছেন মিঠুনের পালিত মেয়ে দিশানি

আপডেট সময় ০৭:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর তিন ছেলে এবং এক মেয়ে। ওই মেয়ের নাম দিশানি। যাকে মিঠুন কলকাতা থেকে দত্তক নিয়েছিলেন। যখন মিঠুন দিশানিকে দত্তক নিয়েছিলেন, তখন একেবারেই কোলের শিশু ছিল দিশানি। এরপর তাকে পরম স্নেহে আপন করে বড় করেছেন মিঠুন। আর এখন সেই দিশানিই রীতিমতো বলিউড কাঁপাতে তৈরি হচ্ছেন।

এমনটাই জানাচ্ছে কলকাতার একটি সংবাদ মাধ্যম। সেখানে বলা হয়েছে, ছোট্ট দিশানি এখন অনেক বড় হয়ে গেছে। স্যোশাল নেটওয়ার্কিং ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দিশানির ত্রিশ হাজারের বেশি ফলোয়ার। ছোট থেকে সেভাবে লাইমলাইটে না থাকলেও বর্ডারলাইন দিয়েই ঘোরাফেরা করছিলেন তিনি। আর সদ্য যৌবনে পা দিয়েই এবার সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে মরিয়া দিশানি। রক্তে যখন অভিনয় তখন তিনি বলিউডের আগামীর লম্বা রেসের ঘোড়া হতে পারেন দিশানি।

ছোটবেলা থেকেই মিঠুনের পরিবারে আসার পর থেকেই দিশানি সবার প্রিয় হয়ে উঠেছেন। মিষ্টি হাসির দিশানি সকলের মন জয় করে নিয়েছেন। মেয়েরা এমনিতেই একটু বাবা আদরের হয়। আর দিশানিকে তো মিঠুন নিয়ে এসেছেন। ফলে তিনি যে ছোট থেকেই বাবার আদরের হবেন তা বলার অপেক্ষা রাখে না।

তিন দাদার সঙ্গেই দিশানির দারুণ সম্পর্ক। দাদারা দিশানিকে সবসময় আগলে রেখে বড় করেছেন। বাবা বাদে দিশানির সমস্ত আবদার দাদাদের কাছেই ছিল। আর তিনজনেই বোনের আবদার পূরণ করেছেন। দিশানি যেহেতু অভিনয়কেই পেশা করতে চান, তাই প্রস্তুতি নিতে এখন তিনি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন। মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ার সুবাদে বলিউডেও ভালো পরিচিতি রয়েছে দিশানির।

ছোট থেকেই বাবার হাত ধরে শুটিং স্পটে পৌঁছে যেতেন দিশানি। ফলে বড় তারকাদের সবার সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে। শিগগির বলিউডের নায়িকা হচ্ছেন দিশানি। কবে, কীভাবে তা এখনও স্পষ্ট নয়। তবে সব ছোটবড় বিভিন্ন পার্টিতে তাকে নিয়ে যাচ্ছেন বাবা মিঠুন চক্রবর্তী। ফলে দিশানিকে বড় ব্যানারের প্রযোজকরা যে নিতে রাজি হবেন তা বলাই যায়।