ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভয়ঙ্কর মানবতালাঞ্ছিত পরিবেশে আমরা বসবাস করছি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতালাঞ্ছিত একটি রাজনৈতিক সামাজিক পরিবেশে বসবাস করছি। এই লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার। সংবাদপত্র ও গণমাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায়- সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষ।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাঁড়ায়- এজন্য এগুলি করেছেন। এটি করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধিদের গুম করেছেন। এটি শুধু বিরোধী দল ও মতের প্রতি নয়, সরকারের সাথে কারো যদি মতপার্থক্য হয় তাহলে এই সরকারের দ্বারা গুমের শিকার হচ্ছে, অপহরণের শিকার হচ্ছে অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্যদিয়ে ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন পালন করবে। ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে বিএনপি।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়ঙ্কর মানবতালাঞ্ছিত পরিবেশে আমরা বসবাস করছি: রিজভী

আপডেট সময় ০১:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতালাঞ্ছিত একটি রাজনৈতিক সামাজিক পরিবেশে বসবাস করছি। এই লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন সরকার। সংবাদপত্র ও গণমাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করলেই দেখা যায়- সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা গুমের শিকার হচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীসহ বিরোধী চিন্তার মানুষ।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার একদলীয় শাসন কায়েম করতে কেউ যাতে বাধা হয়ে না দাঁড়ায়- এজন্য এগুলি করেছেন। এটি করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন চৌধুরীর মতো জনপ্রতিনিধিদের গুম করেছেন। এটি শুধু বিরোধী দল ও মতের প্রতি নয়, সরকারের সাথে কারো যদি মতপার্থক্য হয় তাহলে এই সরকারের দ্বারা গুমের শিকার হচ্ছে, অপহরণের শিকার হচ্ছে অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্যদিয়ে ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিটি জেলায় বিএনপি মানববন্ধন পালন করবে। ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে বিএনপি।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।