অাকাশ স্পোর্টস ডেস্ক:
১২ বছরের জন্য জেলে ফিরতেই হচ্ছে পেলের ছেলে এদিনহোকে। সাজার হাত থেকে বাঁচতে আপিল করে এতদিন বাইরে ছিলেন তিনি। এদিনহো একসময় সান্তোসের গোলরক্ষক ছিলেন। বিপথে যেতে যেতে হঠাৎ ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িয়ে যান। অভিযোগ আছে মানি লন্ডারিংয়েরও।
২০০৫ সালে কিংবদন্তির ছেলেকে প্রথম গ্রেপ্তার করে ব্রাজিলের পুলিশ। তারপর জামিনও নেন। ২০১৪ সালে তাকে ৩৩ বছর জেলে থাকতে নির্দেশ দেয় আদালত। পরে আপিলের বিপরীতে সাজা ১২ বছর ১০ মাসে নেমে আসে।
কমে আসা সাজার বিরুদ্ধেও আপিল করেন এদিনহো। জামিনে দ্বিতীয়বার মুক্তিও পান। কিন্তু এ যাত্রায় আর রক্ষা পেলেন না। বিচারক জানিয়ে দিয়েছেন, তাকে সাজার মেয়াদ পূরণ করতে হবে। পেলের মোট তিন ছেলে-মেয়ে।
আকাশ নিউজ ডেস্ক 
























