অাকাশ জাতীয় ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ আজ হারিয়ে যেতে বসেছে। এটাকে ফিরিয়ে আনতে হবে। এজন্য দখল হওয়া এবং পরিত্যক্ত পুকুর, ডোবা ও খাল উদ্ধার ও খনন করে সেখানে মৎস্য চাষ করতে হবে। মৎস্য চাষ ও উৎপাদন বাড়িয়ে মাছ রপ্তানি করে বেশি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে।
শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন,জাটকা ধরা বন্ধের সময় জেলেদের ৪০ কেজি করে চাল প্রদানসহ বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। এছাড়া দখল হওয়া জলাশয় উদ্ধার করে দেশ ও জনগণের কল্যাণে মাছ চাষ করার উদ্যোগ নেয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, পিপি আব্দুল মান্নান রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























