অাকাশ জাতীয় ডেস্ক:
গরীবের মাছ হিসেবে খ্যাত ‘তেলাপিয়া’ নিয়ে মহলবিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। তিনি বলেছেন, তেলাপিয়া এখন ‘গ্লোবালফিস’। বিশ্বের মধ্যে তেলাপিয়া মাছের উৎপাদনে বাংলাদেশ এখন চতুর্থস্থানে রয়েছে। আর এশিয়ার মধ্যে রয়েছে তৃতীয় স্থানে।
তিনি আরো বলেন, বাংলাদেশে তেলাপিয়া মাছের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাহত করতে একটি মহল উদ্দেশ্যপ্রনোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তেলাপিয়া ‘লেগ ভাইরাস’এ আক্রান্ত বলে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ তেলাপিয়া মাছে এখনো ‘লেগ ভাইরাস’র কোনো রকম অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গনে তিন দিনব্যাপী (২১-২৩ জুলাই) মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএফআরআই মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির পরিচালক প্রফেসর ড. মনোরঞ্জন দাস। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোজাম্মেল হক, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলেকুজ্জামান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মো. জাহের, পরিচালক ড. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মো. মাহফুজুল হক, বাংলাদেশ হ্যাচারি অনার্স অ্যসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন ও তেলাপিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিতিশ পন্ডিত প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















