ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃ‌তিতে লন্ডনে আনন্দ সভা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃ‌তি দেয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু প‌রিষদের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো আনন্দ সভা।

রবিবার লন্ডনের স্থানীয় একটি হলে আনন্দ সভায় সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু পরিষ‌দের ভারপ্রাপ্ত সভাপ‌তি আহ‌ম্মেদ হোসাইন জোয়ার্দারের সভাপ‌তিত্বে এবং সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু প‌রিষ‌দের সাধারণ সম্পাদক ডা. ফজুল ইসলামের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছিলেন- ইউকে আ.লী‌গের সহ সভাপ‌তি প্র‌ফেসার আবুল হা‌সেম এবং বি‌শেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এসময় বক্তারা ব‌লেন, বঙ্গবন্ধুর ভাষণ এখন শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসই বহন ক‌রে না; বর্তমা‌নে বিশ্ববাসীর শিক্ষাস্বরূপ। তাই ঐতিহা‌সিক এই ভাষণকে সর্বস্ত‌রে পৌঁ‌চ্ছে দিতে ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা দিতে সরকারের প্র‌তি দাবি জানান। এসময় ছিলেন, বীর মু‌ক্তিযোদ্ধা অাওয়ামী নেতা ফয়জুল ইসলাম, এহসানুল এবং আওয়ামী ম‌হিলা নেত্রী শিখা, অজন্তা, হো‌সনে অারা, সম্পা দেওয়ানসহ অ‌নে‌কে।

এছাড়াও ইতালি থে‌কে উপ‌স্থিত ছিলেন- ইতালি ম‌হিলা অাওয়ামী লী‌গের সহ সভাপতি শাহনাজ সু‌মি, মিলান অাওয়ামী লী‌গের সভাপ‌তি শাহাদৎ হোসেন, ব্রে‌সিয়া অাওয়ামী লী‌গের সভাপ‌তি অপু মাল, অালম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃ‌তিতে লন্ডনে আনন্দ সভা

আপডেট সময় ১২:০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃ‌তি দেয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু প‌রিষদের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো আনন্দ সভা।

রবিবার লন্ডনের স্থানীয় একটি হলে আনন্দ সভায় সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু পরিষ‌দের ভারপ্রাপ্ত সভাপ‌তি আহ‌ম্মেদ হোসাইন জোয়ার্দারের সভাপ‌তিত্বে এবং সর্ব ইউরো‌পিয়ান বঙ্গবন্ধু প‌রিষ‌দের সাধারণ সম্পাদক ডা. ফজুল ইসলামের প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছিলেন- ইউকে আ.লী‌গের সহ সভাপ‌তি প্র‌ফেসার আবুল হা‌সেম এবং বি‌শেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এসময় বক্তারা ব‌লেন, বঙ্গবন্ধুর ভাষণ এখন শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসই বহন ক‌রে না; বর্তমা‌নে বিশ্ববাসীর শিক্ষাস্বরূপ। তাই ঐতিহা‌সিক এই ভাষণকে সর্বস্ত‌রে পৌঁ‌চ্ছে দিতে ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা দিতে সরকারের প্র‌তি দাবি জানান। এসময় ছিলেন, বীর মু‌ক্তিযোদ্ধা অাওয়ামী নেতা ফয়জুল ইসলাম, এহসানুল এবং আওয়ামী ম‌হিলা নেত্রী শিখা, অজন্তা, হো‌সনে অারা, সম্পা দেওয়ানসহ অ‌নে‌কে।

এছাড়াও ইতালি থে‌কে উপ‌স্থিত ছিলেন- ইতালি ম‌হিলা অাওয়ামী লী‌গের সহ সভাপতি শাহনাজ সু‌মি, মিলান অাওয়ামী লী‌গের সভাপ‌তি শাহাদৎ হোসেন, ব্রে‌সিয়া অাওয়ামী লী‌গের সভাপ‌তি অপু মাল, অালম প্রমুখ।