আকাশ বিনোদন ডেস্ক:
সানি লিওনের শরীরের ওপর এসে পড়ল একটি সাপ। তবে সেই সাপ কামড়ায়নি সানিকে।
আসলে সানির সঙ্গে একটু মজা করতেই তার গায়ে এসেছিল সাপটি। আসলে গোটা ঘটনাটাই নিছকই মজা ছাড়া আর কিছুই নয়। যদিও এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।
এমনিতেই সাবেক পর্নতারকা সানি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি তার বিভিন্ন ফটো, ভিডিও নিজের ভক্তদের জন্য পোস্ট করেন। সানি লিওনির টিম শুধুমাত্র সানির সঙ্গে মজা করার জন্যই তার গায়ে সেই সাপটি ছাড়ে। মজার এই ভিডিওটি সানি তার ইনস্টাতে পোস্ট করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, সানি তার স্ক্রিপ্ট পড়তে যখন ব্যস্ত তখনই এই কাণ্ডটি সানির সঙ্গে ঘটে। তারই এক টিম সদস্য সানির ঠিক মুখের সামনে হঠাৎ করে সাপ নিয়ে এসে ধরেন।
খুব স্বাভাবিকভাবেই নিজের মুখের সামনে সাপ দেখে ভয়ে আঁতকে ওঠেন সানি এবং চিৎকার করে ওঠেন। তার স্ক্রিপ্ট পড়ে যায় মাটিতে।

আকাশ নিউজ ডেস্ক 






















