অাকাশ জাতীয় ডেস্ক:
ইন্টারনেটে ইসলাম সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ‘ফাঁদে’ পা না দিতে যুব সমাজকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গিবাদ প্রতিরোধে রোববার শরীয়তপুরে ওলামা মাশায়েখ সমাবেশে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি অনেক যুবক বিদেশে গিয়ে মোসাদের ফাঁদে পড়ছে। “এই যুব সমাজ আমরা দেখেছি, এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, এরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এরা বিদেশ থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখানে এসে এই কর্মগুলো করছে। “এরা আজকাল ইন্টারনেটে ঢুকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে।” সমাবেশে বক্তাদের অনেকেই এদেশের যুবকদের পথভ্রষ্ট করার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন।
আসাদুজ্জামান কামাল বলেন, “আমরা তথ্য নিয়ে দেখেছি এদেশের অনেকে.. ইয়ে .. যে রাষ্ট্রটির নাম আপনারা অনেকবার বলেছেন সেদেশের ইন্টেলিজেন্টরা, সেই মোসাদ যথেষ্ট সক্রিয় হয়ে আমাদের এদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আলেমদের সহায়তা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শরীয়তপুর পুলিশ লাইনস চত্বরে জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং এবং ওলামা মাশায়েখ ফোরাম আয়োজিত এই সমাবেশে আইজিপি এ কে এম শহিদুল হকও বক্তব্য রাখেন। শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য নাভানা আকতার, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আকতার, পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, ঈমাম মাওলানা শওকত আলী, মাওলানা আবু বকর বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 



















