ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন

ইনানীতে বসছে নৌ প্রতিনিধি সম্মেলন

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, নৌ-বাণিজ্য রুট সক্রিয় রাখতে কক্সবাজারের ইনানীতে বসছে বিশ্বের ৩২টি দেশের নৌ প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্মেলন। রোববার বিকেলে ইনানীর হোটেল রয়েল টিউলিপে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ‘আইওএনস মাল্টিলাটেরাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ’ শীর্ষক চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ দুই বছর ধরে ভারত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়াম অপারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জানুয়ারিতে তার মেয়াদ শেষ হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলবর্তী নৌবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রযুক্তি হস্তান্তর, তথ্য আদান-প্রদান, নৌবাণিজ্য রুট জলদুস্যমুক্ত রাখাসহ বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।

সম্মেলনে ভারত মহাসাগরের উপকূলবর্তী ১১টি দেশের নৌবাহিনীর জাহাজ ও প্রতিনিধি ছাড়াও ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ৩২টি দেশের নৌ প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে এ সম্মেলনে।

বঙ্গোপসাগরে আসা বিদেশি জাহাজগুলো দিয়ে আসা নৌবাহিনীর সদস্যরা যাতে হোটেলে পৌঁছাতে পারে, সে জন্য কক্সবাজার রেজু খালের মোহনায় ড্রেজিং করে সেখানে একটি অস্থায়ী পন্টুন বসানো হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ বলেন, নৌবাহিনীর এই সম্মেলনে অনেক বিদেশি অতিথিরা আসবে। এতে পর্যটন স্পট হিসেবে কক্সবাজারের ব্র্যান্ডিং হওয়ার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর আড়াইটায় উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যর্থনা গ্রহণ করবেন তিনি। এরপর পাঁচতারকা হোটেল রয়েল টিউলিপে সাময়িক বিশ্রাম নিয়ে রাষ্ট্রপতি বিকেল ৩টায় সড়কপথে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এরই মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা

ইনানীতে বসছে নৌ প্রতিনিধি সম্মেলন

আপডেট সময় ১২:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, নৌ-বাণিজ্য রুট সক্রিয় রাখতে কক্সবাজারের ইনানীতে বসছে বিশ্বের ৩২টি দেশের নৌ প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্মেলন। রোববার বিকেলে ইনানীর হোটেল রয়েল টিউলিপে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ‘আইওএনস মাল্টিলাটেরাল মেরিটাইম সার্চ অ্যান্ড রিসার্চ এক্সারসাইজ’ শীর্ষক চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ দুই বছর ধরে ভারত মহাসাগরীয় নেভাল সিম্পোজিয়াম অপারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জানুয়ারিতে তার মেয়াদ শেষ হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলবর্তী নৌবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রযুক্তি হস্তান্তর, তথ্য আদান-প্রদান, নৌবাণিজ্য রুট জলদুস্যমুক্ত রাখাসহ বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।

সম্মেলনে ভারত মহাসাগরের উপকূলবর্তী ১১টি দেশের নৌবাহিনীর জাহাজ ও প্রতিনিধি ছাড়াও ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ৩২টি দেশের নৌ প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে এ সম্মেলনে।

বঙ্গোপসাগরে আসা বিদেশি জাহাজগুলো দিয়ে আসা নৌবাহিনীর সদস্যরা যাতে হোটেলে পৌঁছাতে পারে, সে জন্য কক্সবাজার রেজু খালের মোহনায় ড্রেজিং করে সেখানে একটি অস্থায়ী পন্টুন বসানো হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ বলেন, নৌবাহিনীর এই সম্মেলনে অনেক বিদেশি অতিথিরা আসবে। এতে পর্যটন স্পট হিসেবে কক্সবাজারের ব্র্যান্ডিং হওয়ার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর আড়াইটায় উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যর্থনা গ্রহণ করবেন তিনি। এরপর পাঁচতারকা হোটেল রয়েল টিউলিপে সাময়িক বিশ্রাম নিয়ে রাষ্ট্রপতি বিকেল ৩টায় সড়কপথে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এরই মধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।