ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাসার ড্রোন প্রতিযোগিতায় এগিয়ে ‘মানব পাইলট’ (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক:

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) এবং বিশ্বস্তরীয় পাইলটদের মধ্যে হওয়া ড্রোন প্রতিযোগিতায় এআই নিয়ন্ত্রিত ড্রোনকে পিছনে ফেলেছে মানব নিয়ন্ত্রিত ড্রোন। গত ১২ অক্টোবর পেশাদার মানব পাইলটের বিরুদ্ধে এআই নিয়ন্ত্রিত ড্রোনকে প্রতিযোগিতায় নামায় নাসার বিজ্ঞানীরা৷যার ফলাফল ঘোষিত হয়েছে এই সপ্তাহে৷

ক্যালিফোর্নিয়ার পসডোতে নাসার জেট প্রোপলসন ল্যাবরেটরির পক্ষ থেকে রব রেড জানান, এআই দ্বারা নিয়ন্ত্রিত ড্রোন মানবচালিত ড্রোনের থেকে বেশি ভালো উড়তে পারে৷

জানা যায়, ব্যাটম্যান, জোকার, নাইটউইং, এই তিনটি ড্রোন তৈরি করা হয়৷ এগুলি বিভিন্ন বাধা অতিক্রম করে উঁচুতে উড়তে সক্ষম৷ তবে মানবচালিত ড্রোন আরও আক্রমণাত্মকভাবে ড্রোন ওড়ায়৷ তবে স্বয়ংক্রিয় ড্রোনগুলিকে তাদের রাস্তা জিপিএস-এর মাধ্যমে খুঁজে নিতে হচ্ছে৷ অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে মানবচালিত ড্রোনের দক্ষতা আরও বৃদ্ধি পাচ্ছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসার ড্রোন প্রতিযোগিতায় এগিয়ে ‘মানব পাইলট’ (ভিডিও)

আপডেট সময় ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

আকাশ আইসিটি ডেস্ক:

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) এবং বিশ্বস্তরীয় পাইলটদের মধ্যে হওয়া ড্রোন প্রতিযোগিতায় এআই নিয়ন্ত্রিত ড্রোনকে পিছনে ফেলেছে মানব নিয়ন্ত্রিত ড্রোন। গত ১২ অক্টোবর পেশাদার মানব পাইলটের বিরুদ্ধে এআই নিয়ন্ত্রিত ড্রোনকে প্রতিযোগিতায় নামায় নাসার বিজ্ঞানীরা৷যার ফলাফল ঘোষিত হয়েছে এই সপ্তাহে৷

ক্যালিফোর্নিয়ার পসডোতে নাসার জেট প্রোপলসন ল্যাবরেটরির পক্ষ থেকে রব রেড জানান, এআই দ্বারা নিয়ন্ত্রিত ড্রোন মানবচালিত ড্রোনের থেকে বেশি ভালো উড়তে পারে৷

জানা যায়, ব্যাটম্যান, জোকার, নাইটউইং, এই তিনটি ড্রোন তৈরি করা হয়৷ এগুলি বিভিন্ন বাধা অতিক্রম করে উঁচুতে উড়তে সক্ষম৷ তবে মানবচালিত ড্রোন আরও আক্রমণাত্মকভাবে ড্রোন ওড়ায়৷ তবে স্বয়ংক্রিয় ড্রোনগুলিকে তাদের রাস্তা জিপিএস-এর মাধ্যমে খুঁজে নিতে হচ্ছে৷ অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে মানবচালিত ড্রোনের দক্ষতা আরও বৃদ্ধি পাচ্ছে৷