অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের সকল মানুষকে মানবসম্পদে পরিণত করতে চায় সরকার। সেই লক্ষ্যেই মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। আধুনিক যুগোপযোগী প্রাথমিক শিক্ষার ভিত্তি আরো মজবুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), পিটিআই সুপারিনটেনডেন্টদের বার্ষিক কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
নেপ’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ ইন্দুভুষণ দেব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) শেখ আতাহার হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 



















